গানঃ- আমার প্রিয় ফল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
=-=-=-=-=-=-=-=-=-=
বলছি শোনো আমার কিছু প্রিয় ফলের নাম,
আমার কাছে ভীষণ প্রিয় গাছের পাকা আম;
হিমসাগর আর জগন্নাথকে বড়ো ভালোবাসি,
ন্যাংড়া,রানি,মতিচূর টাও তারি পাশাপাশি ;
বাদবাকি আর যে যাই বলো অন্য আমের নাম!
আমার প্রিয় আমগুলির নাম বলেতো দিলাম!
তেঁতুল,কুল যে ছুঁইনা মোটে আচার একটু খাই,
লিচুটা যে বেজায় প্রিয় ঘুরেফিরে চাই;
বাদবাকি সব যতোই হোকনা জগৎসেরা দাম!
আমার কাছে ভীষণ প্রিয় গাছের পাকা আম!!
খেজুর,নারকেল,তরমুজ করি টুকিটাকি মিস,
হরেক রকম বাদাম সাথে লাগবে যে কিসমিস ;
নানারকম লেবুর মাঝে কমলা আছে যত,
বাতাবি টা আমার কাছে পছন্দ নয় তত;
বাদবাকিতে নাহু নাহু করে কাটাই দিন,
রোগের ভয়ে মুখে তুলি আছে ভিটামিন ;
মনটা আমার বেজায় নাচে দেখলে পাকা জাম!
আমার কাছে ভীষণ প্রিয় মিষ্টি পাকা আম!!
রচনাকাল;-২৩/০৫/২০২১ রাত ৯টা২৭মিনিট।(লেখকের পঞ্চাশতম গান)।