আমার দগ্ধ কিশোরবেলা
সত্যেন্দ্রনাথ পাইন।
**********************
আমার দগ্ধ কিশোরবেলা
ভালোই ছিল সোনা রোদে
জ্যোৎস্না রাতে
মন খারাপের মাশুল গুলো
ঘুরতো ফিরতো
বাজার হাটে
চা দোকানে মুদিখানায় ব্যস্ত সদাই
প্রেমের অসাক্ষাতে।
পুকুরের জলে চান করছে কিছু মেয়ে
ছিল সেথায় নাক লজ্জার মাথা খেয়ে
কারণ
আমার তখন কিশোর বেলা
দগ্ধ হৃদয় বেড়ে চললো দেয়াল বেয়ে টিকটিকির মতন
কিশোর কেটে এলো যৌবন
দগ্ধতা পার হয়ে হয়ে সংশয় জাগলো
জ্যোৎস্না ফিরলো না মেঘে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে
মেয়ে এলো, নারী এলো
এলোমেলোভাবে
জ্যোৎস্না ফিরলো না
বাজারে সমাজে চিৎকার শোনা গেল
বঙ্গজ কুকুরেরা খিঁচিয়ে উঠলো
জ্যোৎস্না পালালো ভয়ে আকাশে র এককোনে।