কবিতা::: আমার অসুর
কলমে::: হীরামন রায়।
আমার অসুর বড্ড ভালো আমার অসুর ঘরে,
আমার অসুর বড্ড জ্বালায় রোদবৃষ্টি ঝড়ে।
আমার অসুর শিং উঁচিয়ে আমার অসুর ক্রধী,
আমার অসুর ঢাল তলোয়ার আমার অসুর জেদি।
আমার অসুর বড্ড বোকা আমার অসুর কালো,
আমার অসুর জড়িয়ে থাকে রাত্রি করে আলো।
আমার অসুর মহিষাসুর আমার অসুর দৈত্য,
আমার অসুর নখদাঁত তেড়ে হুঙ্কার ছাড়ে নিত্য।
আমার অসুর আমাকেই বোঝে আমার সাথেই দ্বন্দ,
অসুরের সাথে লড়তে আমার মোটেও লাগেনা মন্দ।
তাইতো আমি অসুরদলনী অসুর সংহারকারি,
আমার অসুর আছে ঘরে ঘরে দেখ প্রত্যেক বাড়ি।
অসুর ছিল তাই দশভুজা হই হরেক রূপে সেজে,
আলোর পাশে আঁধার নয়তো জ্বলে পুড়ে শেষ তেজে।
আমার অসুর আমাকে ছাড়েনা থাকে পায়ের তলে,
পড়ে থাকে সে আমার পূজার অঞ্জলী পাবার ছলে।