সারা পৃথিবীর বাঙালি হৃদয়ে বাস করা মহানায়ক উত্তমকুমার-এর প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি—
শিরোনাম–আমাদের প্রিয় মহানায়ক (উত্তমকুমার স্মরণে)
কলমে–নীতা কবি মুখার্জী
24/7/2024
উত্তম পুরুষ, উত্তম আত্মা, উত্তমকুমার তুমি,
তোমায় নিয়ে গর্ব করি, সকলের প্রিয় তুমি।
হে মহানায়ক! বাঙালির তুমি অন্তরতম ধন,
অন্তরে রেখেছি তোমায়, সঁপেছি প্রাণমন।
তোমার গরবে গর্বিত আমরা, নায়কের মহানায়ক,
বাঙালির মুখে সদা জয়গান –যুগান্তকারীর জয় হোক।
সম্ভ্রান্ত এক বাঙালি বলতে তোমাকেই মনে পড়ে,
ভুবনমোহিনী হাসির বহরে রাজা হলে চিত্র-গড়ে।
বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ! ভুলবো না কখনো তোমায়,
সবারে কাঁদিয়ে চলে গেছো আজ,অশ্রু দিয়ে বিদায়!
নিরহঙ্কারী, সদা হাস্যময়, দুখীর দরদী তুমি,
নিজ অধ্যাবসায়ে জয় করলে, বাংলার শিল্প-ভূমি।
আজকে তোমায় স্মরণ করি, প্রণাম চরণতলে,
শ্রদ্ধা এবং বিজয়ীর মালা পরাই তোমার গলে।