“আমরা চোখ থাকতেও অন্ধ”
কার্ত্তিক মণ্ডল
আমরা চোখ থাকতেও অন্ধ,
কেন না,
চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো
আমরা চোখ পেতে দেখি
কিচ্ছু বলি না——-!
পথে মা বোনের সম্ভ্রম লুট হয়
তাও দেখি আর পাশ কেটে চুপচাপ চলে যাই ।
আমরা চোখ থাকতেও অন্ধ ,
ধর্মের নামে নিপীড়ন,অত্যাচার, হত্যা
সব দেখি তবু টু-শব্দটিও করি না,
বরং রাজনীতি করি নিজের স্বার্থে
বিবেক মূল্যবোধ সব ভাড়া খাটে।
আমরা চোখ থাকতেও অন্ধ,
ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা গুলো
যে আবার পুনরাবৃত্তি ঘটতে পারে,
তা নিয়ে কেউ ভাবি না ,
আর ভাবার চেষ্টা ও করি না
শুধু স্রোতের সাথে ভাসি ।
আমরা চোখ থাকতেও অন্ধ,
স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম
সন্ত্রাসবাদী,
এই আধুনিক সংজ্ঞা ভ্রষ্ট নেতাদের দ্বারা,
তবু কেউ কিচ্ছু বলি না,
শুধু,নির্দিধায় নিঃসংকোচে মেনে নিই—-।
আমরা চোখ থাকতেও অন্ধ,
কারণ,আমরা ন্যায় অন্যায়,ভালো মন্দ,সাদা কালোর বিচার না করে,
বালির গাদায় মাথা ঢুকিয়ে নিশ্চিন্তে
শ্মশানের শান্তি উপভোগ করি—–।
আমরা চোখ থাকতেও অন্ধ!
/—————————————————-/