✍️অশোক কুমার আচার্য্য✍️
আমরা কেমন স্বাধীনতা চেয়েছি
সেটা এখন আর আমরা ভাবছি না।
পরাধীনতা কি আরো খারাপ ছিল?
এটাই কি দেশ স্বাধীনতার ফসল,
ইংরেজরা আমাদের শোষণ করেছে
দেশের মানুষকে নিপীড়ন করেছে।
তেমনি আমাদের বিজ্ঞান চর্চা ও
বস্তুবাদী দর্শনের চিন্তা ভাবনার দ্বারা
বিশ্বদর্শনের দরজাটা খুলে দিয়েছে।
পরাধীন থাকাকালীন তো আমরা
সমাজসংস্কার নারীর অধিকার ও
মানবিকতার সংজ্ঞা জানতে পেরেছি।
স্বাধীনতা তাহলে আমাদের কি দিয়েছে?
শাসন ক্ষমতার হস্তান্তর হয়েছে মাত্র।
এখনো ব্রিটিশ শাসিত ভারতীয় আইন,
ব্রিটিশের দেখানো পথে শোষন ব্যবস্থা।
নতুন রবিকিরণ কতটা প্রবেশ করেছে,
ইংরেজ শাসন ব্যবস্থা বদলের পরে।
যারা স্বাধীনতার জন্য প্রাণ বলি দিল,
তারা চেয়েছিল ব্রিটিশরা যাক চলে।
পরিবর্তে যারা শাসন ক্ষমতায় আসবে
তাদের চরিত্র কেমন হওয়া দরকার,
সেটুকু চিন্তা করার সময় তারা পায়নি।
এক সময় মরেছি শোষনের জ্বালায়
এখন মরছি নেতা নেত্রীর ঠেলায়,
স্বাধীনতা আর পরাধীনতা একাকার।
————————*********—————————-