আদিবাসী
নদেরচাঁদ হাজরা
মুই ই দ্যাশের মানুষ আছি বট্যে
কিন্তুক তুরা মুদের কুনদিন মানুষ ভাবিস লাই রে!
মুদের জঙ্গলে জঙ্গলে দিন কাটে
শহুরে কিতাব মুরা জানি লাই
ভাল্য ভাল্য কুথা বুলতে পারিক লাই
তুদের মতন আধুনিক ইস্কুলে পড়ি লাই বট্যে
তুদের মতন ইংজিরি বুলতে পারিক লাই
তুদের মতন ফিটফাট থাকি লাই
মুদের ত আর কোট প্যান্টুলুন জোটেক লাই
কিন্তুক কী করব বুল !
মুরা ত আধুনিক লয়
কিন্তুক মুরা ই দ্যাশের মানুষ আছি বট্যে !
ই মুদের জনমভূমি আছে বট্যে
মুরাও তুদের মতন ই দ্যাশের হাওয়ায় শ্বাস লিই
ই দ্যাশের মাটি মুদের মা আছে বট্যে
ই মাটির খাইদ্য মুরাও খাই বট্যে
তবে তুদের মতন চিয়ার টেবিল লাই
কাঁটা চামচ লাই
মুরা লাই দ্যাশের মানুষ আছি বট্যে ৷
মুদের তুরা ভাল্য না বাসতে পারস
কিন্তুক অমানুষ বলি ঘেন্না করস না রে !
ইতে তুদেরই মান যাইবে বট্যে
তুদের ভাষায় মুদের মানের বালাই নাই—
ই কুথাট সইত্য লয় বট্যূ
মুদেরও মান আছে সম্মান আছে
মুরা দ্যাশকে জনমভূমি মানি বট্যে
দ্যাশকে মা মানি বট্যে
মায়ের সন্তানের অপমান ত
মায়ের অপমান হয় রে !
ই কুথাট কি তুদের কিতাবে লাই বট্যে
মুরা আদিবাসী সইত্য বটে
কিন্তুক দ্যাশ আমাদের
দ্যাশের মানুষকে অপমান মানে
দ্যাশ মাতাকে অপমান করা হয়
ই কুথাটা কি তুদের কিতাবে লাই রে !
মুদের মান না দিতে পারস
অপমান করিস লা রে !
*******************
নদেরচাঁদ হাজরা
যাদবপুর
কোলকাতা—৭০০০৩২