আত্মীয়তা…
বিশ্বনাথ সাহা
মন লাগে তো ফোন লাগে না
ফোন লাগে তো মন লাগে না
মনে ফোনে ব্যবধানে
থাকবো না তাই কোনো খানে।
চাই যদি মন বলবো কথা
শুনবো ফোনে ব্যাকুলতা
মনের কথা মন দিয়ে তা
শুনবো বলবো, বলবো শুনবো।
যে যেখানে কাছে দূরে
ভাবি মনে আসবো ঘুরে
সময় সুযোগ হয় না রে ভাই
পড়ে আছি নিজেরই ঠাঁই।
মন গেলে তাই, ফোনের সুতায়
সম্পর্ককে করি ঝালাই
কথায় কথায় নিকট হয় দূর
আত্মীয়তা থাকে মধুর।
যোগাযোগই আসল কথা
আর হৃদয়ের ব্যাকুলতা
যেতে পারলে বড়ই ভালো
নইলে ফোনে কথা বলো।