আকাশে রূপোলী চাঁদ,
বাঁধভাঙ্গা জোছনায
রাশি রাশি সন্ধ্যা মালতী ফুটেছে বাগিচায়
ফুলের পরাগ মেখে
আনন্দ হাসিতে মেতেছিল
শিশু ভোলানাথ – সাথীদের সাথে|
অকস্মাত থেমে গেল হাসি তার
আজ আর হাসেনা তেমন|
দেখেছিল ভোলানাথ আলো মশালের
ভাংচুর, বুনো উল্লাস, আগুন লেলিহান –
ঘরের চালায়|
মায়ের আধপোড়া, দুমড়ানো পিন্ড শরীরের
দেখেছিল চোখ শিশুটির|
আজ আর দ্যাখেনা কিছুই|
আতংক দিয়েছে তাকে
নির্বাক শব্দভাণ্ডার,
আগুন নিভিয়েছে-
বাঁচার আগুন জীবনের,
বদলে দিয়েছে তার ভূগোল পৃথিবীর|