আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমার নিবেদন:-
নারী ও সমাজ
কলমে- হরিহর বৈদ্য
—————————-
জন্ম বা সৃষ্টি করে যে নারী,
তার ব্যাথা কেউ বুঝতে না পারি!
পৃথিবীতে মুক্ত বাতাসে—
জন্মানোর পর প্রথম শ্বাস নিতে-
সবাই কেঁদে উঠি যখন,
ওই নারীরূপী মা-ই
বক্ষসুধা ঢালি, হলেন জননী তখন।
তারপর একটু একটু করে
বহুদিন ধরে স্নেহ-মমতা দিয়ে
সাবারে মানুষ করে তোলে।
আজ সেই মানুষের সৃষ্টি সমাজ
কলুষিত কদর্য এক পঙ্কিলে।
প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ যে নারী,
এখন দেখি যে তারি–
অমর্যাদা করি জিতেছে গালি,
কটুক্তি, নাহি শুধু তাই,
আজ সদা দেখা পাই–
এই নারীর নির্যাতন।
গাড়ি, বাসে, ট্রামে, রাস্তা ও দোকানে
শুধু টানাটানি ও ধর্ষণ।
অথচ যে নারী হতে মোরা পৃথিবীতে আসি,
যে নারী আমাদের মা- বোন- মাসি,
তাকেই অমর্যাদা করি,
ছিঃ লজ্জায় মরি মরি!
পরধন ভেবে করছি যাহারে
এত নির্মম অপমান।
ভেবে দেখো, অন্যের মত
তারাও তোমার বোনের সমান।
তাই বলি সকলেরে,
পাবপ মন ঝেড়ে ফেলে–
হৃদয়ের দ্বার খুলে
সম্প্রীতি ও ভালোবাসার প্রলেপ লাগাও
সমাজের নারী কুলে।
নারীই মোদের সৃষ্টি করেছে
নারীই দিয়েছে মান।
তাই ফেরাতে তাদের সম্মান,
সমাজের বুকে তাদের ইজ্জত বাঁচাতে
দিতে পারি মোরা জান।
এত সুখ পাবেনা কভু
তুমিও তোমার মনে,
যা পেয়েছ আজ বাঁচাতে কোন নারীর নির্যাতনে।
তাই বাঁচাতে নারীসমাজ
শপথ নেব যে আজ,
পাপ মুছে ফেলে করবো সবাই
এই অন্যায়ের প্রতিবাদ।