কবিতায় ফুটুক ফুল
নীতা কবি মুখার্জী
21/3/2022
কত আশা নিয়ে কবিরা যে তাঁর কবিতা লিখতে আসেন
কবি হৃদয়ের উচ্ছ্বাস নিয়ে কবিতার ছন্দে ভাসেন।
বিশ্ব কবিতা, বিশ্বের কবি তোমাদের শত প্রণাম
বিশ্ব-মাঝারে জয়ী হয় যেন বাংলার ছড়া, গান।
কবিতারা যেন জয় লাভ করে অখিল বিশ্ব মাঝে
কবি যেন তার কবিতাগুলিকে সাজায় প্রানের সাজে।
কবিতা আমার জীবন রে ভাই, কবিতায় ফুল ফোটে
কবিতা দিয়েই ভালোবাসি আর কবিতার হাসি ঠোঁটে।
কবিতা-কাননে ফুল ফোটে জানি যখন কবিতা লিখি
বিদ্যাদেবীর চরণে প্রণমি কবিতা লিখতে শিখি।
আপামর-জন ভালোবাসে যদি তাকেই কবিতা বলে
কবিতা-কাননে ফুল ফোটাতেই আমার লেখনী চলে।
দিবানিশি শুধু লিখে যাই আমি, কি জানি কিসের টানে?
শত গঞ্জনা সয়ে যেতে হয়, তবু না চেতন মানে।
কবিতার মালা গেঁথে যাই শুধু সকাল, দুপুর, সাঁঝে
ক্ষুদ্র ক্ষুদ্র পঙক্তি সাজাই কত না কাজের মাঝে।
কবি হতে আমি চাইনি জীবনে চাই শুধু ভালোবাসা
আমার কবিতা পড়ে দেখো সখা, এইটুকু রাখি আশা।