আজ বিশ্ব কবিতা দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি 🙏🏼🙏🏼
কবিতা কথা
সোনালী মুখোপাধ্যায়
______________________
কবিতা নয় বুকের মাঝে
রোদ্দুর কে ধরা…
কবিতা নয় অলীক স্বপ্ন
বুকে বপন করা ।।
কবিতা হলো তোর আর আমার
রূপকথার ই রাজ্য…
কবিতা দিয়ে ই বুকের ভিতর
বাজাই হৃদয় বাদ্য।।
কবিতা আমার ভালোবাসা
আর মনের যন্ত্রণা…
কবিতাই আমার তোকে পাবার
জীবন বন্দনা ।।
কবিতা আমার অষ্টাদশী
প্রেমিকা র ভালোবাসা …
কবিতা আমার মহুয়া ফুলের
গন্ধ সর্বনাশা।।
কবিতা যে তোর গভীর চোখের
চাওনি ভরা সুখ…
কবিতা আমার কবিতা তোরও
ভালোবাসা এক বুক।।
তাইতো বলি হৃদয়ে আমার
চলে কবিতার ছন্দ…
ভরা থাকে তাই কবিতা দিয়েই
ভালোবাসার গন্ধ।।
সুখে-দুখে কবিতা আমার
মনের অনুপ্রেরণা….
কবিতা আমার স্মৃতি অম্লান
জাগায় সমবেদনা।।
তোর আর আমার মনের কথা
কবিতা দিয়েই লিখি..
কবিতা আমার কবিতা তোরও
হৃদয়ের সুখ পাখি।।
তাইতো দুজনে বসি আনমনে
কবিতায় খেলা করি…
গাঁথি যতনেতে কবিতার মালা
দিয়ে কথার ফুল ঝুরি।
কবিতা আমার মনের খবর
নক্সী কাঁথার মাঠ
কবিতা আমার সুখের চাবি
ভালোবাসায় বাড়ানো হাত।।
। সমাপ্ত ।