আজও নোনা হাওয়া
বিধান চন্দ্র হালদার
“রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা
বাইশ বছর এক চাকাতেই বাঁধা”
ছেঁড়া পাতা গুলি শূন্য মাঠে পড়ে থাকে ,
আজও নির্বিকারে মালা গেঁথে চলেছে,
আমি বেমালুম ভুলে যাই বাইশ বছরের দখিনা বাতাস!
আজও গৃহলক্ষী দিনের পর দিন আদালতে,
দীর্ঘ বাইশ বছর ধরে এঁকেবেঁকে চলে রূপকথা।
নোনা হাওয়ায় আমি ঠিক বুঝে উঠতে পারিনি !
ঘুমের ভিতর হেটে চলেছি আজও,
আজও মেঘবর্ণ চোখ আমার জন্য অপেক্ষা করে।
একশত বাইশ বছরেও আমরা ঠিক বুঝে উঠতে পারিনি।
বুকে পাথর বেঁধে লুকোচুরি খেলা কত যে কঠিন
তুমি কি করে বুঝবে?
আমি কি করে বুঝবো?
চারিদিকে মৃত্যু ফাঁদ , আর মৃত্যুফাঁদ।
সারা মাঠ জুড়ে কার্বন-ডাই-অক্সাইড,
বুক ভরে টাটকা অক্সিজেন কোথায় পাবো বলো?
হঠাৎ জানলায় তাকিয়ে দেখি–
সবুজ পাতা, সবুজ নিঃশ্বাসে মাথা দোলাচ্ছে।
===============================