আগের কাজ
************
অমিতাভ সরকার
**************
সকালটা আজকের বেশ তো!
ঝলমলে রোদ্দুরে মাখছে।
আকাশের বিছানার চাদরে,
ধূলোবালি কিছু নেই একটু।
পথ দিয়ে কাজ পাবে গতিটা।
যত হোক মেঘেদের শর্টকাট,
জীবনের পথ সেটা খালি হয়?
রোজ রোজ বেরোনোটা ও পথে,
ঘন্টা দুয়েও এসে জ্যামে যায়।
রাস্তার বুকে টানা-হেঁচড়া;
সব খানে ক্ষত রোজ ভাঙছে।
ভাঙাগড়া জীবনেতে এতটা,
জ্যাম যদি এইভাবে ফিরবার,
ভাঙাগড়া পথে ক্ষত সেটা চলছেই,
একইভাবে রোজকার রোজগার।
রাস্তাটা যদি ভাঙে এভাবে
হাল সেটা কোনখানে ঢাকবার?
মাস্ক দিয়ে মুখ নয় শুদ্ধু,
কাপড়ের খাঁজটাও আটকে,
হয়তো শরীর রোদ ঢাকলো,
জীবন্ত শরীরের গাঁটটায়
কষ্টের জ্যাম সে কি কমবার?
পুজো সে তো আসবেই আরবার।
কষ্টের ক্ষত যদি এভাবেই,
জীবনের ব্যথা সেটা রোজ রোজ,
আসা-যাওয়া তাতেই কি জ্বলবে?
সুরাহাটা বেশ আগে দরকার।
****************************