Spread the love

কবিতা – অসুস্থ পৃথিবী

কলমে – পল্লবী দাস

******************************

অসুস্থ এই পৃথিবীতে,

মনুষ্যজাতির সঙ্গে প্রকৃতির দ্বন্দ।

প্রাকৃতিক দুর্যোগের কাছে,

প্রাণী কুল, জগৎ সংসার নিস্তব্ধ।

একের পর এক ধ্বংস লীলা,

পৃথিবীরও চাই স্বাধীনতা।

মহামারী, হাহাকারের চক্রাকারে,

পৃথিবী জর্জরিত হয়ে উঠেছে।

খাদ্য,বস্ত্র,বাসস্থান,জীবন রক্ষায়,

চোখের ঘুম অতীত হয়ে যায়।

আবহাওয়ার কঠিন খেলায়,

কখন বন্যা,কখনও আবার খরা।

ধরিত্রী তে কখনও ভূমিকম্প,

কখন আবার ব্জ্রপাত, শীলা বৃষ্টি।

কান্নার শব্দে ত্রাণ শিবির জর্জরিত

পৃথিবী আবার সেই দিন সুস্থ হবে,

যে দিন মনুষ্যজাতি এবং প্রকৃতি..

একাইসাথে শান্তির নিঃশ্বাস পাবে।

____________***_____________

Oppo A31 (Mystery Black, 6GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *