, “অসামান্যা নারী”
অভিজিৎ দত্ত।
আমি নহি সামান্য নারী
সংসারে বিভিন্ন রূপে
বিরাজ করি আমি।
কখনও জায়া, কখনও জননী
বিভিন্ন রূপ ধরে পুরুষের
সেবা করি আমি।
এতদসত্বেও বিভিন্ন সময়
পুরুষদের দ্বারা নিগ্রহের
শিকার হয়েছি আমি।
অথচ জগত সংসারকে
ধরে রেখেছে নারী
সংসারের বেশীরভাগ কাজই
মুখ বুঝে করে নারী
পুরুষদের নিশ্চিন্তে কাজ করার
শান্তিতে থাকার আধার নারী
পুরুষদের প্রেরণাও নারী।
আমি নহি সামান্য নারী
মুখ বুজে কতকিছু সহ্য করি
আমি কখনও যোদ্ধা,কখনও কন্যাশ্রী
সব পেশায় আজ সফল নারী
তবু আজও নানারকমভাবে
অত্যাচারের শিকার হয়েছে নারী
তাই আজ প্রতিবাদী নারী
নিজেদের অধিকার আদায়ের জন্য
পথে,ঘাটে লড়ছে নারী।
যেখানে সম্মান ও শ্রদ্ধা পেয়েছে নারী
সেই জায়গার উন্নতি
হয়েছে খুব তাড়াতাড়ি।
অভিজিৎ দত্ত মহাশয় এর কবিতাটি ভীষণ ভালো লেগেছে।