অমর ২১শে ফেব্রুয়ারি
গৌতম তরফদার
অমর ২১শে ফেব্রুয়ারি,
১৯৫২ সালের সেই রক্তাক্ত ভাষা দিবস।
ভুলেছি তাদের আমরণ সংগ্রাম,
আজ শ্রদ্ধাজ্ঞাপন, তাও প্রায় নিরস।
ভাষা-শহিদের রক্ত তর্পণ,
দিয়ে ফেলেছি প্রায় বিসর্জন।
হারিয়ে ফেলেছি কৃতজ্ঞচিত্তের অর্পণ,
লজ্জায় মরি যখন সমাজ দেখায় দর্পণ।
যে ভাষাতে বলি কথা,
সেই ভাষাতেই স্বপ্ন দেখা।
যে ভাষাতে প্রথম ‘মা’ ডেকেছি,
প্রথম বাংলা শেখা, হৃদয়ে লেখা।
‘ঠাকুরমার ঝুলি’ আজ ঝুলে ভর্তি,
আমরাই দোষী, পরের প্রজন্ম নয়।
বিদেশী ভাষার্জনেই যত ব্যস্ততা,
এ যেন নির্মল মাতৃভাষার পরাজয়।
এখনও সময় আছে,
শহিদের রক্ত, হতে দিও না ব্যর্থ।
বাংলার প্রাণ, বাংলা ভাষার মান,
খুঁজে নাও তার সাবলীল অর্থ।