অমর কবি
মৃন্ময় ভট্টাচার্য
মৃত্যু পারেনি তোমাকে কেড়ে নিতে, বাতাসের মতো সাবলীল গতিতে চির বহমান তুমি চরাচর জুড়ে। প্রতিটি কোণায়, আনাচে কানাচে আজও অনুভূত হয় সেই স্পন্দন। ওগো মনের মণি কোঠাতে স্থিত ঠাকুর, বলো, বলো কিভাবে বাজাও তোমার সুরের ধ্বনি আনন্দে, বিরহে, বিষাদে, সকালে, দুপুরে, সাঁজে, আঁধারিতে ?
জানি, তাল গাছের মতো তুমি একা, অনন্ত সাহিত্যকাশ ছুঁয়ে বাংলার মাটিতে পদ যুগল রেখেছো গ্রথিত, সাষ্টাঙ্গে প্রণাম জানাই সেই চির ভাস্বর সাহিত্যের রবিকে, তাঁর শুভ জন্মদিনে।
চুঁচুড়া
২৫ শে বৈশাখ, ১৪৩১
০৮|০৫|২০২৪