কবিতা : আনাড়ি বৃষ্টি
🌱🌱🌱🌱🌱🌱🌱
অভিষেক মিত্র
🌱🌱🌱🌱🌱
তোমার জন্য আজ বিকেলে,
তোমার জন্য আজ বিকেলে,
বৃষ্টি নামে খুব আনাড়ি,
কয়েক মুঠো লুকিয়ে রাখো,
স্যাঁতস্যাঁতে ঐ হলদে শাড়ি।
দু চোখ বুঝে খুঁজতে গিয়ে,
তোমার আমি পাইনা দিশা,
আবার খুঁজি, আবার ভেজে,
আবির মাখা, আমার টিশার্ট।
সময়গুলো যাচ্ছে থেমে,
(তবু) স্বপ্ন দেখার ইচ্ছে হেবি,
এক জোড়া দুল, জমছে ধুলো,
একলা কাঁদে ড্রেসিং টেবিল।
337) ফায়ারিং স্কোয়াডের সামনে
স্ট্যান্ড স্টিল!!
হ্যাঁ, আমি দাঁড়াব, আমার আর পালানোর নেই কোথাও।
আমার কাছে, এটাই পথের শেষ,
যদিও চুলে পাক ধরেনি খুব,
জীবনটাও শুরু হয়নি সে ভাবে,
দু চোখে জল, আমার মেহেবুব।
কৃষ্ণচূড়াটা তাকিয়ে আছে, অচেনা পুরুষ।
তবু, ফুলগুলো খুবই চেনা।
চুপচাপ বসে শুনব মাটির গান,
শেষ হয়ে গেছে বিপ্লব, শেষ… সেনা।
হয়তো বিকেলে খুঁজতে আসবে সবাই,
আমি তখনও লুকিয়ে, বুলেট বুকে,
শহরের মত সাজানো খেলনাগুলো,
অবাক চোখে ঢোকাই সিন্দুকে।
লুকিয়ে পড়ে হাওয়া, আনন্দে আজ
অজান্তেই, সাথে নতুন শুরু, আর,
এই অসাধারণ মৃত্যুর কোলে আমি,
ঢোলে পরতে চাই, বারবার।
—
ধন্যবাদান্তে,
ধন্যবাদান্তে,
অভিষেক মিত্র
(সম্পাদক – অযোগবাহ সাহিত্য পত্রিকা, ঋতুযান সাহিত্য পত্রিকা)
(সম্পাদক – অযোগবাহ সাহিত্য পত্রিকা, ঋতুযান সাহিত্য পত্রিকা)