অপেক্ষা
ড. রঞ্জিত দাস
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
শীতে সূচনা বসন্তে বিশ্বব্যাপী বিস্তার
ভেবেছিলাম গ্রীষ্মের সুতীব্র তাপদাহে,
বিদায় নেবে নরকের হিংস্র শয়তান
স্বর্গোদ্যানে মুখর জীবন কলকাকলি।
বর্ষণে-বর্ষণে শ্রান্ত শেষে অবিরাম বর্ষা
শারদ শিউলি ও কাশ শালুকের দোল,
হৈমন্তী ছন্দে নবান্নের নতুন কবিতা
আবার শীতের কামড় শিশির কুয়াশা।
অপেক্ষা অবিরত, সুতীব্র অপেক্ষা,
বন্দীজীবন সন্ত্রস্ত, ছন্দহীন আবেগে,
সুন্দর পৃথিবীতে অশরীরীর মহাতঙ্ক
শাপমোচনের সাধনায় বিশ্ব মানবতা।
ভোর হয় সন্ধ্যা আসে সূর্যচন্দ্রের হাসি
পাহাড় থেকে সাগর বয়ে যায় তটিনী,
ঢেউর খেলা বেলাা ভূমিতে সবুজ অরণ্য
তুষারশুভ্র পর্বতমালা নির্ভয় মরুভূমি।
পৃথিবী ঘুরতে ঘুরতে যদি থমকে যায়
থেমে যায় প্রিয়জনের প্রিয় নাগরদোলা,
আকাশ যদি ভাঙ্গে মাথার উপর হঠাৎ
ভয়ে ভাবনা আসে, তবুও বাঁচার স্বপ্ন দেখি।
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱