**অন্য রথ**
✍🏻বন্দনা কুন্ডু ✍🏻
হাতের ডালায় পূজোর জন্য রজনীগন্ধা, পাপড়ি গোলাপ…
কৃষ্ণপ্রেমেই ভুলে যায় সে,নতুন ঘা,পুরানো দাগ…
স্মীতহাস্যে রথের পূজো,চোখের কোণে জল চিকচিক…
কতশত প্রতিশ্রুতি বুনেছিল মেয়েবেলার প্রেমিক…
এক রথের মেলায় দিয়েছিল, ঝুমকো কানের, রেশমি চুড়ি…
পরের রথের মেলার দিনেই, সঙ্গে তার শহরে পাড়ি…
প্রথম প্রথম কয়েকটা দিন, টালির চালেই সুখের চাদর…
ভোগ্য শেষে বর পালালো,পন্য হলো সো
হাগ আদর…
তারপর চোরা অন্ধ গলি,কত হাতের ফেরাফেরি…
একটা এমন রথের দিনেই,গেলো বিন্দু মাসির বাড়ি…
শরীর চেখে মাসি বলে,অভাব কে স্বভাব কর…
আমার জায়গা তোকে দেবো,বছর কয়েক পর…
রথ হারালো শরীরী মেলায়, ফুটে উঠলে যামিনী…
কিভাবে যেন হয়েই গেলো,সবার গোলাপ মাসিমনি…
দিনের বেলায় কৃষ্ণ সাধন,রাতের উষ্ণ বিছানা…
সমাজ যাকে নাম দিয়েছে,পতিতা, বারাঙ্গনা…।।