অন্য একদিন
স্মরজিৎ ব্যানার্জি
****************
পাঁচটা সাতের ট্রেনটা ধরি বাড়ি ফেরার ভীষণ তাড়া
পথের মাঝে বৃষ্টি নামুক মন হয়ে যায় পাগলপারা,
দশ ফুটের এই ছোট্ট ঘরে যন্ত্র হয়ে কেনই বাঁচি
এরচেয়ে বেশ হতাম যদি ইচ্ছামতী নদীর মাঝি ।
ইচ্ছামতী ইচ্ছে মত মুখটি লুকোয় কালো জলে
তার উপরে হাজার খানেক নৌকা রোজই ভেসে চলে,
কোথায় আমার ইচ্ছামতী কোথায় আমার নৌকোখানা
অন্ধকারে পথের বাঁকে ওই যে ফোটে হাসনুহানা ।
কালকে আবার সকাল হলেই ছুটতে হবে অফিস পাড়ায়
দু -পাশে রোজ তাকিয়ে দেখি কাশফুলেরা দু-হাত বাড়ায় ,
মনটা আমার অবাধ্য হয় গায়ে মাটির গন্ধ থাকে
নীল আকাশের মেঘগুলো সব আলতো স্বরে আমায় ডাকে ।