Spread the love

অনুরাগে

শ্রী বিশ্বনাথ সাহা

নানা ফুলে রঙে রঙে
                       ভরল গৃহ প্রাঙ্গণ।
বাতাস বহে ছন্দে ছন্দে
                  বসন্তের -ই  জয়‌ গান।
ওই দেখা যায় গাছে গাছে
                       রঙের ‌-ই সমাবেশ।
ফুলে ফলে ঋদ্ধ ধরা
                    আজ মধুর পরিবেশ।
মৌমাছিরা গুণগুণিয়ে
                         বসছে ফুলে ফুলে।
সকাল সন্ধ্যা মৃদু বায়ে
                         হাঁটছে হেলে দুলে।
ভোরের বেলা দিন দুপুরে
                      গাছে গাছে কোকিল।
গায়ছে দেখি মধুর সুরে
                     ‌ ‌‌  তাই শান্তি অনাবিল।
বসন্ত তাই যে ঋতুরাজ
                            নতুন পাতা জাগে।
প্রকৃতি আজ সেজে ওঠে
                                   নব অনুরাগে।

©️ ৩ চৈত্র ১৪২৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *