Spread the love

আব্দুল বাসার খান:
অকূল স্রোত

               এক
সবুজ পাতার শ্বাস, তাই কি বাতাস !
নাকি, – বাতাসই সবুজ পাতা !
সময় বহতা নদী, নাকি যুগ যুগ নিরবধি
বিশ্ব শিশুর খাতা,
লেখা ও অলেখা ভরা
হৃদয় চলন্তিকা  !

                           দুই
কোথায় সময় লেখা
এঁকে রাখা জয়টিকা,
সময়ের চির সহবাস?
কে এসেছে কোথা থেকে?
ফিরে গেল কিবা রেখে ?
কেবা নিয়ে গেল ডেকে
কোন পরবাস ?

           তিন
আকাল

আকাশটা এত ক্লান্ত কেন,
আর কত রাত বাকী আছে?
নীল পাহাড়ের নীচে
রাখা আছে
স্বর্গীয় ঝরণার জল,
অন্তত একটা স্নান সেরে নেওয়া যাক্
মানুষ ইচ্ছায় ভিজে ।
            চার
স্বর্গ ও ঈশ্বর যে সূতায় বাঁধা
তার ফেরি
মানুষ করেছে বহুকাল,
একশো গম্বুজ দেখে অনেক মিনার
কতযুগ কেটে গেছে অলীক সাঁতার ।
এখনো হাঁটছে কা’রা
বেমালুম পথে,
দু’চোখে সাজিয়ে রেখে স্বর্গ আকাল ।

                  পাঁচ
সাঁকো

সাঁকোটির গায়ে নীল মেঘ
লীন হয়ে আছে,
যাবো আমি, যাবো তার কাছে ।
এত নীল কোথায় পেয়েছে?
এপার- ওপার সব একাকার,
বুঝি কা’র কাছে
সাঁকোটির দ্বার কোথা আছে  !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *