https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অজানা পথ
পূজা চক্রবর্তী
স্বর্গ সকল মানুষেরই কল্পনা
সেখানে সুখ , সম্মৃদ্ধির রয়েছ আল্পনা
নিরন্তর সেখানে বয়ে চলে মহাকালের রথ
তবু ও আমি হারিয়ে ফেলেছি আমার চলার পথ
অদৃশ্য অজানা নিয়তের টানে
কিংবা বিধির নিষ্ঠুর বিধানে
জীবন চলেছে বয়ে কোনো এক অজানা পথে
সেখানে একাকি আমি ,নেই কোনো আপন জন সাথে
হতাশাচ্ছন অন্ধকারে আজানা পথে হারিয়ে গেলাম আমি
জীবন টা নয় অত সোজা, ভাবছ যত তুমি
অজানা পথে জীবনের দিন গুলি যাচ্ছে চলে বেশ
ঠিকানাহীন নাম না জানা সেই অজানা পথের কোথায় বা শূরু কোথায় বা শেষ
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});