Spread the love

#_নমস্য_কবিকে_প্রণাম
#_পেত্রার্কীয়_সনেট্
(কখকক-কখখক-গঘঙ-গঘঙ)

অঘোষ শঙ্খ
(✍️ রুদ্র প্রসাদ।)

অগোছালো সময়ের ঋজু মেরুদণ্ড
তোমারে সেলাম করি, করোনি অমান্য
সাধারণের সমস্যা, কখনো সামান্য
ভাবোনি হে সাম্যবাদী, কলমে প্রচণ্ড।
অদ্ভূত বিনয়ী চালে নীরবতা পণ্ড
সত্যের নিশান তুলে, কবিতায় মান্য
‘মাটি’ রাখে প্রতিবাদ, দলিলে প্রামাণ্য
‘বাবরের প্রার্থনা’রা বৈচিত্র্যের খণ্ড।

অমলিন সৃষ্টি কত, চিরস্থায়ী নাম,
পুরস্কৃত বহু রূপা, ভূষণে আদায়,
‘পদ্ম’ স্বীকৃত যে মেধা, জ্ঞানে অনুপুঙ্খ,
অভিমুখে যাত্রা আজ বৈকুণ্ঠ্যের ধাম,
নতশিরে রাখি ফুল, নমনে বিদায়,
ঘুমাও তবে শান্তিতে অঘোষের ‘শঙ্খ’।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *