Spread the love



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

⛲জরুরী ভিত্তিতে⛲
🎠অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)🎠

সেদিন বেলার বিয়েতে গিয়েছিলাম । বাড়ি বয়ে নেমন্তন্ন করে গিয়েছিল, তাই যেতে তো হবেই । পাড়ারই মেয়ে, আমাদের দুজনেরই চেনা ।
..যাবার আগে গৃহিণী বিয়ের কার্ড টা আমাকে দেখিয়ে বললে, -” দেখো, এই সেদিনকার মেয়ে বেলা, কী সুন্দর চকচকে, ঝকঝকে কার্ড বানিয়েছে !”
বাস্তবিক, কার্ডটি সুদৃশ্য ও অনুপম ।..একটু ‘ থ্রি ডি’ – র স্পর্শ আছে ।
বিয়েবাড়িতে গিয়ে তো আমার চক্ষু ছানাবড়া! ..এ তো আড়ম্বরের পরাকাষ্ঠা ।..চারদিকে আলোর রোশনাইয়ে ঝলমল্ করছে একেবারে!..
যেতেই সুন্দরী দুই শাড়িপরিহিতা ললনা আমাদের কপালে লাল চন্দনের তিলক লাগিয়ে দিল ও ‘ ওয়েলকাম ড্রিংক’ পরিবেশন করলো । ..চিনে রাখলো নাকি দাগিয়ে?!


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গিন্নী বললেন -” দেখো! শেখো কিছু! আমাদের বিয়ে বা বৌভাতে এসব হয়েছিল? !”
বেলাকে উপহার দেওয়া গেল, যদিও প্রথমে আমি ওকে ঠিক চিনতে পারিনি ! ..প্রসাধন খুব ভালো ছিল, আর বধূর বেশে ওকে লাগছিলও অপূর্ব । একটু ‘ হেঁ হেঁ ‘ করে বেলা অন্য অভ্যাগতদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো।..
ফুচকা- টুচকা, চিকেন কাবাব ইত্যাদি ছিল, খেয়ে দেয়ে চারদিকের শোভা দেখতে লাগলাম!
দৃশ্য চমৎকার ! ..কেউ খাচ্ছে, কেউ বা খেতে খেতে ফোটো বা নিজস্বী তুলছে! ফানি সিং- এর গান তারস্বরে চলছে বেজে!.. ওদিকে বেলা ফোটোগ্রাফারদেরকে ‘ পোজ্’ দিয়ে চলেছে ! কখনো গালে হাত দিয়ে, কখনো এপাশ ফিরে, কখনো ওপাশ ফিরে । ..
বরের দেখা নেই ! কাকুকে, মানে বরের বাবাকে বললাম -” কাকু, বর কখন আসবে ? লগ্ন কখন ?”
” আরে আসবে, আসবে, সব হবে ‘খন !” কাকু হাসতে হাসতে বললেন ।
খাওয়া দাওয়া সেরে আমরা গিয়ে দেখি, বেলা ছবিগুলো ‘ গ্রেসবুক’ এ দিচ্ছে । ‘ স্ট্যাটাস আপডেট ‘ আরকি!


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরদিন গিন্নির কাছে শুনি, আজ বেলা ও তার বর ‘ ভিডিওশূট” ও করেছে, দুদিন আগে হয়ে যাওয়া পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেলে । এবং তা ‘ গ্রেসবুক ‘ এ সগর্বে সম্প্রসারিত!
..দুদিন ধরে গিন্নী কথা বন্ধ করেছেন; কী করি??!

¤ॐ卐☪︎¤ॐ卐☪︎¤ॐ卐☪︎


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *