Spread the love
মে দিবস

 – অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
হাজার শ্রমিক রক্ত ঝরায় 
মাথার ঘাম পায়ে ফেলে ।..
তখন সবার ঘরে ঘরে 
সন্ধ্যার প্রদীপ জ্বলে ।..
চাষী যখন হালটি চষে 
রোদে পুড়ে দিনরাত,
লোকে তারপর খেতে পায় 
শান্তির সেই ডাল- ভাত!
কারখানায় মজুর খাটে 
কাঠ চেরাইয়ে ছুতোর;
শহরবাসীর রঙীন পোশাক 
খাটের আরামে হয় ভোর ..
একটু মান তো শ্রমিক পাক,
জয় জয় মে দিবস ।
তুমি নিজের শ্রমটি দিয়ে 
পাওনা কিছুই নামযশ! ..
ভুখা পেটে কায়িক শ্রম 
বিধাতার এ কী বিচার ! ..
তোমার অবদানের কথা 
মনে থাকে যেন সবার ।।..

ॐ卐☪︎৹ॐ卐☪︎৹ॐ卐☪︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *