– অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
মাথার ঘাম পায়ে ফেলে ।..
তখন সবার ঘরে ঘরে
সন্ধ্যার প্রদীপ জ্বলে ।..
চাষী যখন হালটি চষে
রোদে পুড়ে দিনরাত,
লোকে তারপর খেতে পায়
শান্তির সেই ডাল- ভাত!
কারখানায় মজুর খাটে
কাঠ চেরাইয়ে ছুতোর;
শহরবাসীর রঙীন পোশাক
খাটের আরামে হয় ভোর ..
একটু মান তো শ্রমিক পাক,
জয় জয় মে দিবস ।
তুমি নিজের শ্রমটি দিয়ে
পাওনা কিছুই নামযশ! ..
ভুখা পেটে কায়িক শ্রম
বিধাতার এ কী বিচার ! ..
তোমার অবদানের কথা
মনে থাকে যেন সবার ।।..
ॐ卐☪︎৹ॐ卐☪︎৹ॐ卐☪︎