খুঁত
– অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
খুঁত ধরে বেড়ানো বঙ্গীয় অভ্যাস
আর কাঠি করে করে ছড়ায় যে ত্রাস …
অমুকের এটা বাজে, আরো ভালো হতো ,
রাম, শ্যাম, যদু, মধু বিজ্ঞ যে কতো !
ছিদ্রান্বেষী মোরা গর্বিত বং;
কিছু না করে খুঁত দেখাই বরং!
হায় রে, যদি হতাম অন্য রকম
ভাঙত শ্রেষ্ঠ হবার এই ভ্রম …
ভালোর ভালোটা দেখে হতাম যে সুখী
ঈর্ষা তখন মনে দিত না যে উঁকি!!
¤৹¤৹¤৹¤৹¤৹