Spread the love
নিবিড়তা
🌱🌱🌱🌱

অংশু সাহারায়
🗼🗼🗼🗼🗼
ঠোঁট ছুঁলেই কি মন ছোঁয় ?
অথবা ঠোঁট ছুঁলেই কি আসে হৃদয় ?
হৃদয়ের ভালোবাসা কি
কখনও শরীর হয় ?
তবে এসো না –
বরং জ্বালাই হৃদয় ।
ঠোঁট ছুঁয়ে নয় – আত্মায় আত্মায় ।
শরীরের ভালোবাসা বেঁচে থাক, 
ভেসে থাক গ্লানি গভীরতায় ;
শুধু প্রেম বেঁচে থাক জীবনে
সৃজনের নিজস্ব পবিত্রতায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *