সোনার রবী
হান্নানুল মোহাজ্জেরীন
রবী শুধু কবি নন
তিনি হলেন বট বৃক্ষ
যার ছায়ায় আশ্রয় নিয়েছে
সুখ দুঃখ হাঁসি কান্না
আবেগ মিশ্রিত প্রেমের ভাষা |
তাঁর ছড়া আর জাতীয় সংগীত দিয়ে
শুরু হয় প্রতিটি শিশুর শৈশব |
আজ দেশ থেকে দেশান্তরে বেজে উঠে
তাঁর সংগীত |
তাঁর গানে খুঁজে পাই জীবনের মানে
পাই আশা,পাই ভরসা |
গোঁড়া সমাজের গন্ডি পেরিয়ে
সবাইকে একই ছাতার তলে
ভারতমায়ের গান গাওয়াতে
তিনি পেরেছেন |
বাঃ! তব কি সৃষ্টি – বলে প্রকাশ
করা যায় না |