*মোবাইল ফোন *
🌱🌱🌱🌱🌱🌱
🌱🌱🌱🌱🌱🌱
শৈবাল চক্রবর্ত্তী
🌱🌱🌱🌱🌱🌱
মোবাইল 7318731831
মোবাইল ফোন / 7318731831
হাতে হাতে ঘরে ফেরে মোবাইল ফোন
নানা সুরে তালে বাজে নানা রিংটোন
পায়ে চটি নাই থাক জামা হোক ছেঁড়া
মোবাইল থাকলেই কেটে যাবে ফাঁড়া
হোয়াটস আপের সাথে ফেইসবুক ও চলে
টুইটারে কত লোক কতো কথা বলে
মোবাইল এটা শুধু মোবাইল নয়
ক্যামেরাও এতে আছে সকল সময়
দেখে দেখে শুনে নিতে ইমো টাও চাই
মোবাইল থাকলেই সব ভুলে যাই
মোবাইলে দেখা শোনা মোবাইলে বিয়ে
প্রেমালাপটুকু শুরু মোবাইল দিয়ে
কিডন্যাপ ব্ল্যাকমেইল মোবাইলে ঘটে
তবু মোবাইল ঘোরে পকেটে পকেটে
কিছু আর ক্ষতি নাই একবেলা খেলে
সময়টা বেশ কাটে মোবাইল পেলে .