আতঙ্ক
শিপ্রা দে
করো না , করো না পরিহাস,
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নোবেল করোনা ভাইরাস,
আট থেকে আশি সবাই
সাবধানে করুন বাস,
ভীড়ের মধ্যেই না ,
কারোর সাথে করমর্দন না ,
অযথা চোখ, কান, নাক, মুখে ,
না হাত দেওয়াই করুন অভ্যাস।
আমরা যারা গৃহে থাকি ,
তাদের নেই কোনও কষ্ট,
বাড়ীর বাইরে বেরোনো হয়েছে বন্ধ,
তাদের জীবন হয়েছে অতিষ্ঠ ।
এখনও পর্যন্ত এই রোগের প্রকোপ,
বেড়েই চলেছে ক্রমাগত,
দিন আনা দিন খাওয়া মানুষ থেকে অবস্থাপন্ন মানুষ,
সবারই একই রকম অবস্হা ,
অসহায় হয়েছে মানুষ।
এইভাবেই হবে কী কলিযুগ শেষ?