শব্দ যখন অর্থহীন
***************
দিলীপকুমার মিস্ত্রী
নদী এবং নদী
শুনতে দু’রকম মনে হলেও
অর্থ তো একই বহন করে অনন্তকাল ধরে
মানুষ তো তারই আঁচলে আশ্রয় নিয়ে
খুঁজে পায় অনন্ত সুখ আর শান্তি
গুলি এবং গোলি
শুনতে দু’রকম মনে হলেও
অর্থ তো একই বহন করে অনন্তকাল ধরে
মানুষ তো হামেশাই নির্ভেজাল আস্থা আর বিশ্বাসে
তাকেই দু’হাত পেতে তুলে নেয় রোগগ্রস্থ জীবন বাঁচাতে
কিন্তু নদী যখন দু’কূল ছাপিয়ে কারও স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায়
যখন একটি গুলি কোন মায়ের বুকে হাহাকার তুলতে ঔদ্ধত্য দেখায়
তখন নদ-নদী গোলি-গুলি শব্দগুলো যেন বর্ণহীন বৈচিত্রময় হয়ে পড়ে
সমাজ-দর্পণের সামনে তখন তাদের কোনো কীর্তি গণগান দৃশ্যত ধরা পড়ে না
যেমন মৃত ব্যক্তির মুখে জল অথবা পাণি তুলে দেবার আলাদা কোনো অর্থ হয় না
—————————————————————-