যদি কোনো ছেলে মেয়ে আর্থিক অসুবিধা থাকার কারণে পড়াশোনা করতে পারছে না, তাহলে তারা এখানে আসতে পারে। সম্পূর্ণ বিনা খরচে হোস্টেল এবং স্কুল। কোনো টাকা লাগবে না। Pre-Primary থেকে মাধ্যমিক।
যোগাযোগ: আব্বাস সরকার (সহ শিক্ষক)
ফোন: +91 94741 98580।
স্কুল এর ঠিকানা: চুঁচুড়া গভঃ মাদ্রাসা, চুঁচুড়া, হুগলি। চুঁচুড়া স্টেশন থেকে অটো বা ম্যাজিক গাড়িতে ১০ টাকায় একদম স্কুলের সামনে নামিয়ে দিবে, (চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছেই) বা নৈহাটী থেকে ও ঘাট পেরিয়ে আসতে পারেন, একদম কাছেই।
**মেয়েদের হোস্টেল স্কুলে নেই, খুব কাছেই প্রতাপপুর মুসলিম গার্লস হোস্টেল আছে, ওখানে থাকতে পারবে।
*মুসলিম, হিন্দু বা অন্য যে কোনো ধর্মের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে।
*পরবর্তী ভর্তি হবে ২৩ এ ডিসেম্বর এর পর। প্রয়োজনে নির্দ্বিধায় ফোন করুন উপরের নম্বরে।
##যদি সম্ভব হয়,নিজের পরিচিত এলাকায় গরিব ছেলেদের মধ্যে একটু প্রচার করে দেন। অনেকই অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, যার ফলে অন্য কোনো কাজে ঢুকে যেতে বাধ্য হয় তারা। এই সব গরীব ছেলেমেয়েদের একটু সুযোগ করে দিলে তারা উপকৃত হবে, ভবিষ্যতে এরাই হয়তো প্রশাসনে কাজ করার সুযোগ পেতে পারে।
*প্রচারে- বসির উদ্দিন(সমাজসেবক)*
আপনিও প্রচার করতে পারেন অথবা আমার লেখাটা শেয়ার করতে পারেন।
(বি:দ্র: সংবাদটি সত্যতা kabyapot.com যাচাই করেনি ফেসবুক থেকে নেওয়া)