মায়ের আশীর্বাণী
নীরেশ দেবনাথ
**************
একটুখানি বড় হয়ে যখন আমি বুঝতে শিখেছিনু,
ছেলেট ‘পরে যতন করে যখন লিখেছিনু,
“তোমায় আমি অনেক অনেক অনেক ভালোবাসি”।
দেখতে পেয়ে মায়ের আমার সে কী ভীষণ হাসি!
মোরে তুলে নিয়ে বুকে হাজার রকম আদর করে
বসিয়ে নিয়ে কোলে – মিষ্টি হেসে বললো পরে,
“ওরে আমার বাছা, তুই যে আমায় বাসিস ভালো
অনেক অনেক করে, তোরে এ কথাটি কে শেখালো
বলতো আমায় দেখি”! বলনু আমি কানে কানে,
“এ কথাটি শেখায় নি তো কেউ, এ তো আছেই আমার প্রাণে”।
মা বললো, “এমনি করেই যেন তোমার প্রাণে বাজে
সারাজীবন লক্ষ কোটি কাজের মাঝে মাঝে
চলার পথে নিজেই তুমি বুঝতে যেন পারো
কোন্ টি ভাল, কোন্ টি তোমায় করতে হবে আরো
সকল লোকের তরে, কোন্ কাজটা মন্দ তাহা
নিজেকেই তোমায় বুঝে নিতে হবে, ভালোমন্দ যাহা
বিশ্বমাঝে আছে – সবই তোমার ঘুরবে আসে পাশে।
ভালো কাজই থাকবে হেথায় – বাকি মরবে মহা ত্রাসে”।