১২ই মে আন্তর্জাতিক সেবিকা দিবসে মহান সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে সশ্রদ্ধ নিবেদন।
🌴আলোর পাখি🌴
✍️বীরেন্দ্র কয়াল✍️
ডায়মন্ড হারবার।
————————@-@@——–
আঁধারের বুকে জ্বালিয়ে আলো-বাতি
মানব হিতে, জগত কল্যাণে হলে ব্রতী
সেবিকা হয়ে সেবাই করিলে দান
নিরলসভাবে গাহিলে জীবনের জয়গান।
জাতি-ধর্ম উচ্চ- নীচ না করে প্রভেদ
বেদনাতুর আর্তের রাখিলে না ভেদাভেদ ,
সুখে-দুঃখে -শোকে সদা মাতৃ সম বিরাজে
সতত স্নেহময়ী পবিত্র কর পরশে।
শত বাধা মাঝে অবিচল সর্বক্ষণ
সেবা প্রশিক্ষণ জার্মানে করি সমাপন,
তড়িঘড়িএসে-না করে কোন অভিযোগ
কঠিন ব্রতপালনে চাকরিতে দিলে যোগ।
সারা জীবন বিকিয়ে দিলে সেবা ধর্মের কাছে
তাইতো সেবিকা হয়েছ মহাবিশ্বের মাঝে,
চেতনা বিকাশে এই সমাজে ছিল দরকার
মহান সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেল——
তোমাকে নমস্কার।।