বিলাসীবাবু-
কলমে- দিলীপ কুমার গরানী
ওদের মন যে ভারাক্রান্ত, বুঝবে কে তা নিত্য,
আপনকথা ভাবেন শুধু, স্বার্থপরের চিত্ত।
চায় যে ওরা বরণডালা, সাজিয়ে টাকার মালা;
উপহারে ভরিয়ে যে নেন জীবননাট্যশালা।
কেমন করে বুজবে ওরা জঠরের জ্বালা!
বুঝত যদি, দেখতো ঘরে শূণ্য ভাতের থালা।
জ্ঞানচক্ষু বন্ধ ওদের, চাউনিতে ধুলো;
চলারপথে ভাবেন শুধু পাওনা-গন্ডাগুলো।
দারুণ সাজের অট্টালিকায় লুকিয়ে রাখেন মন,
দেখেন না তো বস্তিগুলো, তাহার মানুষজন।
পান থেকে চুন খসলেই তোলেন কথার ঝড়,
চায়ের কাপে তুফান তোলেন, বাড়ান আপন দর।
আসল কথা ডুবুরী হয়ে থাকেন তলে তলে,
দেখেন কোথায় মুক্তা আছে কোন সাগরের জলে।
ভাবখানা ওই রাজার সমান, চাকচিক্যে রাখেন প্রমাণ;
অহংকারে থাকেন সদা,
হৃদপকেটে অভিমান।
থাকতে যে চান সদাই সুখে, নয়তো কাতর কারো দুখে;
চাই যে শুধু নিত্য ভোগের সেবা–
ভগবানও ভাবেন বোধহয় আমিই বা কে, ওরাই বলো কেবা।