Spread the love

★ফেলে আসা শৈশব‌★
কলম:– কৃষ্ণপদ ঘোষ ।


অক্ষরবৃত্ত পয়ার: (৮+৬)


ফেলে আসা ছেলেবেলা ভোলা নাহি যায়।
খুশি ভরা দিনগুলি অতীতে হারায়।।
তুলে আনি স্মৃতিপটে সেই সব দিন।
চোখ বুজে দেখে যাই স্বপন রঙিন।।

ভাই বোন সবে মিলে চারিজন মোরা।
খেলাধুলা খুনসুটি একসাথে পড়া।।
ছোটকালে ছিল খুব সারাদিন খেলা।
পাড়া থেকে ছেলে মেয়ে জুটে যেত মেলা।‌

বিকালেতে নানা খেলা ছিল কত মজা।
লুকোচুরি খেলা ছিল সাথীদের খোঁজা।।
কানামাছি কিতকিত প্রিয় ছিল কত।
খেলতাম একসাথে ছেলে মেয়ে যত।।

খেলা শেষে সাঁঝ বেলা আসি ঘরে ফিরে।
পড়িবার কালে ঘুম আসে আঁখি ঘিরে।।
ঢুলে পড়ে ঘুমে মাথা শুধু বারবার।
কিবা পড়ি নাহি বুঝি পড়া হতো সার।।

দেখে মা’র মন গলে দয়া হয় কত।
ছুটি দেন তাড়াতাড়ি সে দিনের মত।।
তারপর খেয়ে নিই চার ভাই বোন।
একসাথে ঘুম যাই খুশি ভরা মন।।

সোনা ঝরা দিনগুলি চলে গেল কোথা।
বসে বসে ভাবি যত মনে জাগে ব‍্যথা।।
আজ মনে হয় মোর কিছু নাহি চাই।
ফেলে আসা ছেলেবেলা ফিরে যদি পাই।।
–––––––