লেখকের নাম মুছে
লেখটাকে নিয়ে টুকে
হাসিমুখী চোর হয়ে
প্রোফাইল ফেসবুকে ।
ক’রে খুন স্রষ্টাকে
সৃষ্টিকে নেয় কেড়ে,
আইনে লাথি মেরে
‘সোশ্যাল’ ভান করে ।
এভাবেই চলে পাপ
আছে লেখা নেই বাপ,
চুরি করা মাল ভরা
ফেসবুক হোয়াটস্ এপ ।
প্রতিবাদী কেউ নাই
চোরগুলো পায় লাই,
লেখো যারা এসো ভাই
প্রতিরোধ গড়া চাই ।
কলমে শুধু প্রেম নয়
যেন কামানও গর্জায়,
এই যুদ্ধের দামামায়
রুখে দিতে চাই অন্যায় ।
First I thanks to writer, He has focused the real incidents which has happened frequently in social media posts or professional applications . I Always priority in my mind this respected writer, If You regularly follow this writer creation, His all creations proved \”Pen is Sharper than knife \”. Thanks to writer & Beside Patrika. I hopes more viewers follow his writings. Thanks