প্রনাম
গৌতম সমাজদার
প্রতিবারের মতোই, কবি প্রনামে মাতবে বাংলা।
মাতবে শিশু, কিশোর, নেতা ও কবি
গান কবিতা, কোথাও বক্তৃতার ফুলঝুরি
কোথাও রবি নির্ভর বেঁচে থাকার আঙ্গিকার
কোথাও বা আমরি বাংলা ভাষা।
কবি যদি রোজ জন্মদিন হতো তোমার
ছবিটা তোমার স্বপ্নে দেখা ছবির মতোই হতো
আর আজ বাংলায় হতাশার চালচিত্র
গনতন্ত্রের উৎসবে লাস, লাস বয়ে বেড়ায়
চাপ চাপ রক্তে সবুজঘাস ভেসে যায়
ধর্ষিতা নির্বাক হয় রাজনীতির আড়ালে
ভুলন্ঠিত হয় মূল্যবোধের মানবিকতা !
প্রতিদিন একজন করে রবীন্দ্রনাথের
জন্মদাও ,রবি ঠাকুর নয়, রবীন্দ্রনাথের।।