পরিত্রাণ
কলমে- হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা
————————————
ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যায় তার
সে যে আজ ভিক্ষুক পরিবার,
ছেঁড়া-পোড়া রুটির মত জীবন
চোখে ঝরে অশ্রু পারাবার।
আস্তাকুড়ে ঘুরে ঘুরে সদাই
কুড়িয়ে বেড়ায় কাগজ পলিথিন,
মনের জোরে লড়াই করে রোজ
আলোর দিশা পাবেই সে একদিন।
পথে ঘুরে জোটায় খাদ্য কিছু
শুকনো- রুটি সঙ্গে চোখের জল,
কান্না ভেজা জীবন মরুপথে
লোকের দোয়া আজ তার সম্বল।
আধুনিক এই বৃহৎ পৃথিবীতে
একলা অনাথ শিশু যেন সে,
পথেই কাটায় রাতের পরে রাত
নিঃসঙ্গ ছোট্ট একটি মেয়ে!
ধর্ষিতা এক মায়ের গর্ভ থেকে
জন্ম তার সে এক অভিশাপে,
অপাংতেয় নয়কো মোটেই জানি
তবু দুর্ভোগ তার হচ্ছে এ কোন পাপে?
পৃথিবীতে তাই বুঝি আজ একা
সঙ্গে আছেন কেবল ভগবান,
দুঃখ অমানিশার থেকে সে–
একদিন ঠিক পাবে পরিত্রাণ।
—————————-
কবি হরিহর বৈদ্য