Spread the love

আলোর খোঁজে সাহিত্য নিয়ে(আ.খ.স.ন)

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা-৫

কবিতার নাম: পুরুষ
কবির নাম: সরকার সাইফ সুমন


পূরুষের সৌন্দর্য তার কাজে,
ঘামে ভেজা বুক, পীঠ, কপালের ভাজে।
কাজ হীন পুরুষ সুন্দর নয়,
যতই নায়কী থাক, থাক অভিনয়।
যতদূর ছুটে যাক, কাজ বলে কথা,
শ্রম দেয়া হৃদয়ে থাকে চারুলতা।
ভিজে যাওয়া মন, শোক তাপ সব,
ঠিক হয়ে যায় শত, শত অনুভব।
কাজের ঘোরেতে তার,
হাসি মুখে বয়ে যায় আপনার ভার।

Contact for Advertisers, Readers and Writers : email: info@kabyapot.com Whatsapp: 8240042145