কবিতা –তৃতীয় নয়নে জাগো
কবি — মোহাম্মাদ আবুহোসেন সেখ
“”””””””””””””””””””””””””””””””””””””””
দেশ আজ সন্ত্রাসীর তান্ডবে
মানব সমাজকে করছে গ্রাস।
গোটা বিশ্বটাকে মুক ঢাকছে তারা
মোটা কালো চাঁদরে আজ।
একের পর এক,চালাচ্ছে রীতিনীতি
চাইছে মানব সমাজের বিন্যাস।
তারা শুধু মানবের শত্রু নয়
দেশও বাসী তথা,মাতৃভূমির শত্রু।
সুন্দর দেশের কলঙ্কিতো দের
কাটবো বড়ো ডানা।
পিছনে থাকনা, যত লম্বা কালো হাত
কেটে দেবো,আমি আমরা সবাই।
হাতে হাত রেখে,দু’কদম এগিয়ে এসে
হুংকার দিয়ে বলো,আছি আমরা সজাগ
নিপাত যাবি,সয়তান মুখোশধারীর দল।
দু-নয়নে যখন পাচ্ছিনা রুখতে তোদের
মোরা ডাক ছেড়ে বলছি শোন
জাগচ্ছি তৃতীয় নয়নে।
ধংস হয়ে যাবি,ধংস হয়ে যাবি
মুখোশধারী সয়তানের দলেরা
সময় থাকতে,মুখ বদল কর।
*************************
অসাধারণ প্রতিভা এককথায় মনোমুগ্ধকর লেখনী লেখাটা যদি বাস্তবায়ন হয় তাহলে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। তৃতীয় নয়নে অর্থাৎ জ্ঞান চক্ষুর জাগরনের কথা বলেছেন।