ঝড় হযরত (সঃ)
————————-
[ A Bengali poem like Jhor Hazrat( S.A.W) i.e the Storm Hazrat (S.A.W) by Ridendick Mitro, India)
——————–
ঋদেনদিক মিত্রো
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড়,
সবাই এবার মাথা নুয়ে —
তাঁকে প্রণাম কর !
তিনি হলেন যুদ্ধ-শিশু
দেখ সেকি উজ্জ্বল,
তাঁর জীবনের কাহিনী শোন,
চক্ষে ভরে জল,
কিংবা বলিস পানি,
সব ভাষাতেই তিনি আপন,
মহান বলে জানি,
ওই যে আসেন ঝড়,
তাঁকে প্রণাম কর !
প্রণাম, সেলাম, কিংবা স্যালুট,
সকল রকম করতে পারিস,
সকল ধর্ম, সকল মানুষ —
তাঁকে নিজের করে ভাবিস,
ধর্ম নিয়ে পরিচয়ে —
তাঁর যায়না কিছুই বয়ে,
তিনি যা চান একটু বিনয়,
কান্নায় চোখ নির্ঝর,
ওই যে আসেন হযরত,
তাঁকে সেলাম কর !
তিনি অনাথ শিশু ছিলেন,
মরুভূমির সন্তান,
পেয়েগেছেন কত রকম
জ্বালা ও অপমান,
পরে-পরে বড় হয়ে–
বেরিয়ে যেতেন যুদ্ধ জয়ে,
সে যুদ্ধ নয়তো রাজ্য জয়,
শত্রুদেরকে হারিয়ে দিয়ে–
তাদের বন্দি করে নিয়ে —
কোনো স্থানে সভা করে —
বুঝিয়ে দিতেন ধরে-ধরে —
সব ক্ষমতা, রত্ন পাহাড়,
একটি ঘুমেই সবই আঁধার,
যৌবনেরও ভাঁটা হলে
সব হুঙ্কার হয় নিচু স্বর,
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড় !
উনিই হলেন আইন,
উনিই হলেন শিক্ষা,
যিনি চাহেন মুক্ত জ্ঞান,
ঘৃণা করেন মিথ্যা,
যাঁর কাছেতে হার মেনেছে
সব অসভ্য বর্বর,
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড়!
প্রতিবেশী অনাহারে
থাকতো বলে তিনি—
নিজে খেতেন অর্ধভোজন,
সারাজীবন যিনি,
সকল রকম কুসংস্কারের
বাইরে যাঁরই কাজ,
সেই তো জ্ঞানী — সর্বদা যে
চিন্তাশীল ও সজাগ,
এমনি ছিল তাঁরই জীবন,
উপলব্ধির স্তর,
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড় !
পোশাক যদি ছিঁড়ে যেত,
নিতেন সেলাই করে,
নিজের যা কাজ নিজে করতেন,
চাকরকে না ধরে,
সকল মানুষ স্রষ্টার দাস,
এর বাইরে সব পরিচয়
উঁচু নীচু ভেদ কিছু নয় —
কেউ ধনী বা রাজা হলে—
কেন করো শুধু সন্ত্রাস?
যিনি বলতেন এসব কথা,
তিনি এলেন, এবার খুলিস দোর,
ওই যে আসেন জ্ঞান,
তাঁকে প্রণাম কর !
তাঁকে সেলাম কর !
তাঁকে স্যালুট কর !
তিনি হলেন নম্র, স্বচ্ছ,
তিনি হলেন বীর,
তিনি বলেন সব্বাইকে —
সবাই থেকো স্থির,
বীরত্ব তো শয়তানি নয়,
বীর মানে তো প্রখর!
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড় !
যাঁর গল্প বলছি এখন,
বই পড়াতে মূর্খ,
তিনিই আবার জানিয়ে গেলেন–
কিসে যাবে দুঃখ,
তাঁর ছবিটা ভাবিস এবার,
লাখো সেনার আগে তিনি,
যুদ্ধেতে সেই নম্র ছেলের সে কী কসরত,
সেই ছেলেটি হজরত !
শাসক হবার পরেও তিনি
শুতেন মেঝেতে,
এক্কেবারে অতি সাধারণ
একটি মাদুরেতে,
খাদ্য খেতেন খুব সাধারণ,
এমনি ছিল জীবনযাপন,
তাঁকে কারা দোষী করে —
কৌতুক বিস্তর,
ওই যে আসেন হযরত,
ওই যে আসেন ঝড়,
এবার সবাই নত হয়ে —
তাঁকে সেলাম কর !
তিনি বলেন — যুদ্ধ ছাড়া
ইতর হয়না ফাঁক,
ঝড়ের বেগে দিলেন তিনি —
আকাশ-ভাঙা হাঁক,
তাই আমরা সেজে উঠি,
দুঃসাহসে জেগে উঠি,
যেথায় যত কূটিলতার
আছে কূটিল বাঁক,
সব চুরমার করে দিতে—
আমরা দিলাম হাঁক,
চল সকলে নেমে পড়ি,
যুদ্ধে এলো ডাক !
———————————————
( 1:36 AM 5 ফেব্রুয়ারী 2021, Ridendick Mitro, ভারত )
বিঃদ্রঃ :- ঋদেনদিক মিত্রো, পেশায় ইংরেজি ও বাংলা পৃথকভাবে দুটি ভাষায় কবি-ঔপন্যাসিক-গীতিকার-নিবন্ধকার তাঁর ” ঝড় হযরত (সঃ)” কবিতায় বলেছেন যে, নবী হযরত হলেন একজন নিরপেক্ষ মহান সত্বা যিনি মুক্ত জ্ঞান ও সৎ সাহস দিতে ক্যাপ্টেন হয়ে ঝড় হয়ে এগিয়ে আসছেন, যেমন করে আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি ঝড় হয়ে সব অন্যায়ের বিরুদ্ধে তছনছ করেছেন ! এখানে নবী হযরত মানে আক্ষরিক অর্থেই সবসময় নবী হযরত নাও হতে পারেন, বরং যে কোনো মহৎ প্রতিনিধি, যিনি মানব জাতিকে সকল বর্বরতা থেকে মুক্তি দিতে চান ! এবং যিনি সকল বর্বরতা থেকে জগৎকে মুক্তি দিতে চান তিনি কোনো নির্দিষ্ট ধর্মের নন, তিনি মহাজাগতিক ধর্মের ! ইসলাম ধর্মের ওপর কবির অনেক কবিতা ও সংগীত ইংরেজি ও বাংলা ভাষায় আছে, প্রকাশিত ও অপ্রকাশিত ! দেশে বিদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে যেটা যেমন মাত্রায় ! এটি নবতর সংযোজন, সাম্প্রতিক রচনা ! পৃথিবীর প্রায় সবগুলি বহু পরিচিত 10-12 টি ধর্মের ওপর কবির কবিতা আছে ! আবার নবী হজরত (সঃ) এর ওপর শুধু কবিতা আছে এক গুচ্ছ ! যেমন যীশু, কৃষ্ণর ওপর আছে প্রচুর লেখা ! ব্যক্তি-জীবনে যে কোনো ভালো ভাবনার সমর্থক, কোনো রকম গোঁড়ামি ছাড়া ! সেটাকে যে যেভাবেই নিক, কবি নিজের ভাবনার কাছে সৎ !
[ In the poem, Jhor Hazrat (S.A.W) i.e. the Storm Hazrat (S.A.W), Ridendick Mitro, India, professionally a poet-novelist-lyricist-columnist originally in English &Bengali, claims that Prophet Hazarat(S.A.W) is coming to us in the shape of storm with his perfect armies and we are seeing it with wonderful looks. He is coming like a storm to reduce bad things from civilization. Here the hero is not only Hazarat to say, but also any great power like prophet Hazarat. Here it does not mean that Hazarat is a muslim fighter, mainly it had better to say he is any power who is energitic and loving with startled appeareance. Here Hazarat means a great rescuer who is someone extraordinary. The poet has so many poems in both languages on Islamic philosophy / hero that some of them published and some unpublished. Though this is a new writing. He has a lot of poems and songs on some religions / Individuals ( Lord Krishna, Jesus etc ) that he thinks any good thing is always admirable. Not only this poem written on Prophet Hazrat (S.A.W) but also more poems had been writren on him in various styles and angles of thoughts.
He is an outstanding author pleased the readers in the nations with different writings. ]
— সম্পাদক ( Editor )
Kabyapot.com
—————————-