(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
📢 করোনায় এগুলো করণীয়।
📢 বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
📢 অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন।
📢 মাস্ক যদি ব্যবহার করেন তাহলে একটা মাস্ক একবারই ব্যবহার করুন। মাস্ক খোলার পরে নির্দিষ্ট যায়গাতে ফেলে দিন। মাস্কে হাত লাগাবেন না ।
📢 চোখ-নাক-মুখে অকারণে হাত দেওয়া থেকে বিরত থাকুন ।
📢 হাঁচি-কাশির সময় রুমাল বা কনুই ব্যবহার করুন।
📢 সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
📢 বয়স্কদের ও পাড়ার খবর রাখুন।
📢 অকারণে জমায়েত করা বা হওয়া থেকে বিরত থাকুন।
📢 আতঙ্ক না ছড়িয়ে সতর্ক হোন।
📢 যতটুকু সম্ভব বাড়ির বাইরে না যাওয়া। আর গেলেও স্যানিটাইজার সঙ্গে রাখুন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});