কবিতা তোমাকে
প্রমিলা মিস্ত্রী
কবিতা ছিলে অনেক দূরে ,
জানি না কবে এলে , কেমন করে ?
আমায় যখন তুমি ,
প্রথম স্পর্শ করলে ।
আলতো ভাবে এসে ।
তখন আমি বুঝলাম তুমি ,
ছাড়বে না সহজে ।
হাঁটি চলি জাগি ঘুমাই
যেখানেই যাই ,
সেখানেই তোমাকে পাই ।
তবে বলো এত দিন ছিলে কোথায় ?
আমাকে ফেলে ।
জানতাম না কবিতার মানে
বুঝতাম না কবিতা তোমাকে ।
তবে কেনো হঠাৎ করে ,
এমন ভাবে এলে ?
কবিতা তুমি অনুভূতি ,
আর মনের ভাবনা তুমি ,
মিলিয়ে মিশিয়ে একাকার করে।
তুমি নও তো মানুষ তবে বলো,
স্পর্শ করো কেমন করে?
কবিতা ছিলে অনেক দূরে ,
জানি না ,
কবে এলে কেমন করে?