জীবনের অংক
***************
কলমে: নির্মল কুমার চক্রবর্তী
***************************
ছোট বেলায় শেখা ধারাপাত
যোগ বিয়োগ গুন ভাগ,
গণিত, জ্যামিতি, পরিমিতি
কষেছি কেশব চন্দ্র নাগ।
আমি যতই চেষ্টা করি করতে
জীবন অংকের সমাধান,
কঠিন সমস্যা মেলাতে পারিনি
পুরোটাই ব্যবধান।
জটিল যত ছিল উৎপাদক
করেছি বিশ্লেষণ,
এখন মূল্যায়নে জীবন মূল্য
করি যে অন্বেষণ।
সরল অংক ছিল অতি সরল
ছিল না বড় জটিল,
কিন্তু বাস্তবটা বড়ই কঠিন
পাই না কোনো মিল।
শতকরা কত হিসাব করেছি
শতাংশ সুদ ও আসল,
গুলিয়ে ফেলেছি সকল হিসাব
গুনছি ঋণের মাশুল।
মিলিয়ে দেওয়া সহজ গণিত
মিলিয়ে ফর্মুলা,
মেলে না এখন নিয়ম নীতি
হয়েছি পথ ভোলা।
জীবনের রেখা সরল নয় সে
হয়েছে রেখা বক্র,
জীবন বৃত্ত গোলাকার এক
জটিল জীবন চক্র।
পরিমিতির মাপকাঠিতে
মেপেছি বর্গক্ষেত্র,
নিজের ঘরের পরিসীমা তাই
দশ দশ ফুট মাত্র।
বিদ্যালয়ের অংক খাতায়
ছিল সফলতা পরিপূর্ন,
জীবন খাতার প্রতি সমীকরণে
পেলাম স্থান যে শূন্য।