এসো বৃষ্টি
>মুক্তি সাধন বসু
আকাশ এবার
সত্যিকারের বৃষ্টি আনো
বিষন্নতার বাদল মেঘে অশ্রু নয়,
মিষ্টি ধারায় সৃষ্টি জাগাও
সপ্ন ভরা সুপ্ত বীজে
সবুজ এবার ফিরিয়ে দাও,
আষাঢ় দিনের আশার মেঘে
মাঠে ঘাটে ঘাসের গায়ে
জমাট বাঁধা রক্ত যত ধুইয়ে দাও,
হিংসা গুলো যাকনা ভেসে
জলোচ্ছ্বাসের উচ্ছাসে ।
আকাশ এবার
কাজল মেঘের সজল চোখে
সিক্ত করুক দগ্ধ দেহ রিক্ত প্রাণ,
বৃষ্টি ঝরুক সকাল দুপুর
বাজুক পায়ে সুরের নূপুর
শুকনো নদী উঠুক জেগে কলরবে,
ঘর পোড়া ওই মানুষ গুলো
ধুঁকছে পথে মাখছে ধুলো
মলিনতা এবার ওদের ঘুচিয়ে দাও,
যাবার আগে আকাশ সাজাও
শরৎ মেঘে কাশের সাজে ।