😳 কবি ও কাব্যপট এর সম্পাদক শ্যামল মণ্ডল এখন ডেঙ্গিতে চড়ে হাসপাতালে, তেনার আরোগ্যতা কামনা করে এই কবিতা তেনাকেই উৎসর্গ করলাম
🍏🍋🌽
ডেঙ্গু ভরা ভারত বর্ষ আকাশ বাতাস জল
ডেঙ্গু ভরা এই দেশটার ভবিষ্যতের ফল।
শিক্ষা দীক্ষা, কাজ ও সবেই ডেঙ্গু রোগের নাচন
মানুষ গুলো দিন রাত্রি লড়ছে মরণ বাঁচন
মশা কী আর ডেঙ্গু আনে!
ডেঙ্গু আনে নেতারা,
তাদের’ই এক ক্যাডার বাহিনী,
নাম হল তাঁর মশা,
ক্ষুদ্র দেহ, কর্ম বিরাট অনিত্যে দুর্দশা।
সকলে তাই ডেঙ্গু নিয়ে আছি বেঁচে বর্তে।
ডেঙ্গু রূপ নানা রকম কেউ ভাবি না মোটে।
সব ডেঙ্গু চলে যাবে, হয় যদি বিপ্লবী,
রূপটা হয় তো পৃথক পৃথক
যেমন আমি কবি।
🍏🍋🌽
ডেঙ্গু ভরা ভারত বর্ষ আকাশ বাতাস জল
ডেঙ্গু ভরা এই দেশটার ভবিষ্যতের ফল।
শিক্ষা দীক্ষা, কাজ ও সবেই ডেঙ্গু রোগের নাচন
মানুষ গুলো দিন রাত্রি লড়ছে মরণ বাঁচন
মশা কী আর ডেঙ্গু আনে!
ডেঙ্গু আনে নেতারা,
তাদের’ই এক ক্যাডার বাহিনী,
নাম হল তাঁর মশা,
ক্ষুদ্র দেহ, কর্ম বিরাট অনিত্যে দুর্দশা।
সকলে তাই ডেঙ্গু নিয়ে আছি বেঁচে বর্তে।
ডেঙ্গু রূপ নানা রকম কেউ ভাবি না মোটে।
সব ডেঙ্গু চলে যাবে, হয় যদি বিপ্লবী,
রূপটা হয় তো পৃথক পৃথক
যেমন আমি কবি।
Regards,
Ridendick Mitro